Showing posts with label বন্ধ সিমের অফার. Show all posts
Showing posts with label বন্ধ সিমের অফার. Show all posts

Tuesday, June 21, 2016

জিপি দিচ্ছে বন্ধ সিমে ৫ টাকায় ৫০০ এমবি ইন্টারনেট।

আসসালামু আলাইকুম।  আশা করি সকলেই ভাল আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসেছি গ্রামীনফোন এর নতুন অফার। যাদের জিপি বন্ধ সিম আছে তারা একটু নাড়াচাড়া দিয়ে বসুন।  কারন আপনার বন্ধ জিপি সিমে পাচ্ছেন ৫ টাকায় ৫০০ এম্বি ইন্টারনেট।


আপনার সিমটি বন্ধ সিমের আওতায় আছে কিনা দেখতে মেসেজ অপশনে গিয়ে BHK <> আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন  ৯৯৯৯ নাম্বারে।
ফিরতি SMS এ আপনাকে জানিয়ে দেয়া হবে আপনি অফারটি পাবেন কিনা।
অফারটি নিতে ডায়াল করুন *111*90# আপনার ব্যালেন্স ৫ টাকার বেশি থাকতে হবে।
এম্বি চেক করতে ডায়াল করুন *৫৬৬*১০#
অফারটি পেলে ধন্যবাদ দিতে ভুলবেন না।
Read more

Monday, June 20, 2016

গ্রামীণফোনে মাত্র ৫ টাকায় ১GB ইন্টারনেট

গ্রামীণফোনের যে সকল প্রিপেইড গ্রাহক গত ৩ মাসে ১৫০ কেবি -এর চেয়ে কম ডাটা ব্যবহার করেছেন তাদের জন্যে আছে এক দারুন খবর! তারা ১GB ইন্টারনেট উপভোগ করুন এখন মাত্র ৫ টাকায় ।


অফারের শর্তাবলী

  • অফারটি শুধুমাত্র সকল গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকদের জন্যে প্রযোজ্য
  • ৫ টাকায় ১GB ইন্টারনেট পেতে ডায়াল করুন *500*45# এই নাম্বারে
  • এই ১GB ইন্টারনেট (৫০০এমবি Open + ৫০০ এমবি Facebook) এর জন্য ব্যবহার করা যাবে
  • মেয়াদ ৭ দিন
  • আপনার Open Internet ব্যালেন্স জানতে ডায়াল করুন *566*10#
  • Facebook Internet এর ব্যালেন্স জানতে ডায়াল করুন *566*1#
  • ৩% সম্পূরক শুল্ক (এসডি) এবং সম্পূরক শুল্ক এসডি-র ভেতর অন্তর্ভুক্ত ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।
  • একজন গ্রাহক শুধুমাত্র একবারই এই অফারটি গ্রহণ করতে পারবেন।

ট্যাগ- গ্রামীণফোনে ৫ টাকায় ১GB ইন্টারনেট,জিপিতে ১ জিবি ইন্টারনেট মাত্র ৫ টাকায়,gp 1gb @ 5tk, grameenphone 1gb data 5tk, gp 1gb 5tk, gp inactive data offer, 
Read more

রবি বন্ধ সিমে ১৯ টাকায় ২ জিবি ইন্টারনেট

রবি বন্ধ সংযোগ চালু অথবা বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন করে নিয়ে নিন মাত্র১৯ টাকায় ২ জিবি ইন্টারনেট। এছাড়াও আর ৯ টাকা অথবা ২৯ টাকা রিচার্জে  আজীবন মেয়াদসহ যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট। যেকোনো রিচার্জে ১০০% বোনাস



প্রথমে কোন গ্রাহক এই অফারের জন্যে উপযুক্ত কিনা সেটা চেক করতে যে কোন রবি নম্বর থেকে বিনামূ্ল্যে এসএমএস পাঠাতে পারেন। এসএমএস এর ফরম্যাট হবে A<> 018XXXXXXXX, এবং পাঠাতে হবে ৮০৫০ নম্বরে।


১৯ টাকায় ২ জিবি ইন্টারনেট

- এই প্যাক-এর মূল্য ১৯ টাকা
- মেয়াদ হবে ১০ দিন
- প্যাকটি কিনতে ডায়াল করুন *৮৬৬৬* ১৯ #
- গ্রাহক ১০ দিনে শুধু একবারই এই প্যাকটি কিনতে পারবেন
- গ্রাহকরা প্রতিদিন রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই প্যাকটি ব্যবহার করতে পারবেন
- ডাটা ব্যালেন্স জানতে *৮৪৪৪*৮৮# নাম্বারে ডায়াল করতে হবে।

আজীবন মেয়াদসহ যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট অফার

- ৯ অথবা ২৯ টাকা রিচার্জ করে গ্রাহকরা এই স্পেশাল কলরেট সুবিধা উপভোগ  করতে পারবেন
- গ্রাহকের সিমটি অবশ্যই  চালু থাকতে হবে। একটানা ৬০ দিন  বা তার বেশি চালু না থাকলে গ্রাহক আর এই অফার উপভোগ করতে পারবেন না
- গ্রাহকরা অন্য কোনো অফার অথবা প্যাকেজে মাইগ্রেট হলে এই অফারে আর ফিরে আসতে পারবেন না
- ৯ টাকা অথবা ২৯ টাকা রিচার্জ ব্যতীত ট্যারিফ ১৮ পয়সা/ ১০ সেকেন্ড প্রযোজ্য

যেকোনো রিচার্জে ১০০% বোনাস

- এই ১০০% বোনাস সুবিধা উপভোগ করতে হলে গ্রাহককে ৯/২৯ টাকা রিচার্জ করতে হবে
- ৯ টাকা/২৯ টাকা রিচার্জ করার পর পরবর্তী যেকোনো রিচার্জে ১০০% রবি-রবি বোনাস মিনিট অফার চালু হয়ে যাবে; সেই বোনাসের মেয়াদ হবে ২ দিন ( গ্রাহক যদি ৯ টাকা/২৯ টাকা প্রথম রিচার্জ করার পর ৫ টাকা রিচার্জ করে তাহলে গ্রাহক ৫ মিনিট রবি-রবি বোনাস পাবে যার মেয়াদ থাকবে ২ দিন)
- ৯ টাকা রিচার্জে ১০০% বোনাস অফার উপভোগ করা যাবে ১০ দিন পর্যন্ত এবং ২৯ টাকা রিচার্জে ১০০% বোনাস অফার উপভোগ করা যাবে ৩০ দিন পর্যন্ত। তার মানে গ্রাহক ৯ টাকা রিচার্জ করার পরের ১০ দিন যেকোনো রিচার্জ করলেই ১০০% রবি-রবি বোনাস মিনিট পাবে এবং ২৯ টাকা রিচার্জের পরের ৩০ দিন রিচার্জে ১০০% রবি-রবি বোনাস মিনিট পাবে
- ১০ দিন/৩০ দিনের মেয়াদ শেষ হবার পর গ্রাহককে এই অফার পেতে হলে আবার ৯ টাকা/২৯ টাকা রিচার্জ করতে হবে
- বোনাস টকটাইম শুধু রবি-রবি কথা বলার জন্য প্রযোজ্য হবে
- ৮ টাকা, ৩৩ টাকা, ৪১ টাকা, ৫৯ টাকা, ৭৮ টাকা, ৯১ টাকা এবং ২২৯ টাকা ব্যতীত অন্য যেকোনো রিচার্জের ক্ষেত্রে ১০০% বোনাস অফারটি প্রযোজ্য হবে
Read more